লন্ডন মসজিদে ওমর এর খতিব শায়েখ জিয়াউর রহমানের পাঁচ বই উম্মোচন

দিন বদল বাংলাদেশ ডেস্ক || দিন বদল বাংলাদেশ

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২০, শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৫ কার্তিক ১৪৩০
ফাইল ফটো

ফাইল ফটো

লন্ডন মসজিদে ওমর এর খতিব শায়েখ জিয়াউর রহমানের লিখিত বইগুলোর মাঝে রয়েছে, ‘জীবন যাদের সফল ছিল‘, ‘তাজবীদুল কুরআন‘, ‘কুরবানীর মাসায়েল‘, ‘কোরআন ও হাদিসের আলোকে ২৪ ঘন্টার সুন্নতের আমল ও হজ‘ এই পাঁচ বই।

ব্রিটেন প্রবাসী শায়েখ জিয়াউর রহমানের একসঙ্গে ৫ টি বইয়ের মোড়ক উম্মোচন হয়েছে। ২১ অক্টোবর রাজধানীর পল্টন ওয়াস্টার্ন হোটেলে দেশ বরেণ্য আলেম উলামা ও লেখকদের উপস্থিতিতে মোড়ক অনুষ্ঠানটি হয়।

এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুল ওয়ায়েজীন ও মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানী, জনপ্রিয় বক্তা ও শায়খুল হাদীস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীসহ বহু বরেণ্য আলেম, লেখক ও সাংবাদিক।

লন্ডন মসজিদে ওমর এর খতিব শায়েখ জিয়াউর রহমানের লিখিত বইগুলোর মাঝে রয়েছে, ‘জীবন যাদের সফল ছিল‘, ‘তাজবীদুল কুরআন‘, ‘কুরবানীর মাসায়েল‘, ‘কোরআন ও হাদিসের আলোকে ২৪ ঘন্টার সুন্নতের আমল ও হজ‘ এই পাঁচ বই।

শায়েখ জিয়াউর রহমান এক যুগ ধরে দেশের বাইরে মুসলিম উম্মাহ ও অমুসলিমদের মাঝে ইসলাম প্রচারের কাজ করে যাচ্ছেন। পাশাপাশি লেখনীর মাধ্যমেও বাংলাভাষী মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এছাড়া বাংলাদেশেও তিনি বহু মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে রয়েছেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইমাম-উলামা পরিষদ ভাটারার সভাপতি আলহাজ্ব হাফেজ মজিবুর রহমান, শায়েখ মুস্তাকীম বিল্লাহ হামিদী,  মুফতি মুরতাজা হাসান ফয়জী,  মুফতি রাফি বিন মুনির, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি এনায়েতুল্লাহ, . মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, মুফতি দিলাওয়ার হুসাইন মাইজী, মুফতি ইসমাঈল বোখারী, জহির উদ্দিন বাবর, হুমায়ুন আইয়ুব, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা ওবায়দুল্লাহ আল আজহারি,মুফতি তোফায়েল গাজালি, আমিন ইকবাল, ওমর শাহ,  মাওলানা জসিম উদ্দিন ও মুফতি ইমরান হোসাইন শারিফ।

দিনবদলবিডি/Rabiul

সর্বশেষ

পাঠকপ্রিয়